Site icon Jamuna Television

এবার আর রাশিয়ার রক্ষা নেই, যুদ্ধে যোগ দিয়ে স্বর্ণপদকজয়ী শ্যুটার

অলিম্পিকে স্বর্ণপদক জয়ী একজন ইউক্রেনীয় শ্যুটার নিজ মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া রুশ সেনাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবার আর রুশ সেনাদের রক্ষা নেই। খবর ডেইলি মেইলের।

মাত্র ২২ বছর বয়সী ক্রিস্টিনা দিমিত্রেংকো ২০১৬ সালে অলিম্পিক বায়াথনে স্বর্ণপদক লাভ করেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তুতিকালে তিনি ইউক্রেনের পশ্চিম কারপাসিয়ান পাহাড়ে তার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ছিলেন। পরে ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে।

পদক জয়ী দিমিত্রেংকো বলেন, আমি জীবনে কোনোদিন ভাবিনি সবকিছু এমন হবে। ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয়য়ের একটি ফেসবুক পোস্টের কমেন্ট অনুসারে তিনি বলেন, তিনি শত্রুদের ভয় পান না।

দিমিত্রেংকো আরও বলেন, আমি এতো ভালো শ্যুটিং করি যে, রুশ সেনাদের আর রক্ষা নেই। তিনি বলেন প্রতিযোগিতায় হোক কিংবা সেনাবাহিনীতে, আমার হাতে যে অস্ত্রই থাকুক আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো এবং জয় আমাদের হবেই।

এটিএম/

Exit mobile version