Site icon Jamuna Television

পুলিশ পরিদর্শক মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো:

খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মঞ্জুরুল আহসান মাসুদ নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত মঞ্জুরুল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইয়ের খুলনা কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত আছেন।

রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ওই কলেজ পড়ুয়া ছাত্রীকে নিয়ে ধর্ষণের ঘটনাস্থল খুলনা মহানগরীর ছোট মির্জাপুরের একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, ৫ দিন আগে কলেজছাত্রী পিবিআইয়ের ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকের ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে আসে। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে ভুক্তভোগী মেয়েটিকে দুপুরে ওই বাসায় নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি থানায় অভিযোগ জানানোর সাথে সাথে অভিযান চালানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version