Site icon Jamuna Television

আমাকে হত্যার চেষ্টা চলছে: ইমরান খান

ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের সবার নাম তিনি একটি ভিডিওতে সংরক্ষণ করেছেন। বলেন, আমি এটি সম্পর্কে আগেই জেনেছি এবং কয়েক দিন আগে এই বিষয়ে পুরোপুরি জানতে পেরেছি। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডিএনএ ইন্ডিয়ার।

গতকাল শনিবার (১৪ মে) পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক সমাবেশ ভাষণ দেয়ার সময় এই দাবি করেন ইমরান খান।

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে মাসখানেক আগে ক্ষমতা থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে সমাবেশ করে আসছে তার দল পিটিআই।

/এমএন

Exit mobile version