Site icon Jamuna Television

অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পল্লবী দে। ছবি: সংগৃহীত

গড়ফার একটি আবাসনের ঘর থেকে টলিউড অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার সঙ্গী। রোববার সকালে তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি ‘মন মানে না’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন।

প্রাণবন্ত অভিনেত্রী পল্লবী দের এমন মৃত্যু কেন হলো? পল্লবীর ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, শনিবার রাতেও দক্ষিণ কলকাতার রাস্তায় মোমো খেয়েছেন তিনি। রাতের কলকাতার আলো নানা ছবি পোস্ট করেছেন। কিন্তু তার পরেই এমন কী ঘটলো? মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

ইউএইচ/

Exit mobile version