Site icon Jamuna Television

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে আবদুল হামিদের অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে। শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

/এমএন

Exit mobile version