Site icon Jamuna Television

শরদ পাওয়ারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে এনসিপি কর্মীর চড়

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পাওয়ারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় ক্ষেপে গিয়ে দলটির এক কর্মী মহারাষ্ট্র রাজ্য বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরের মুখে চড় মেরেছেন।

মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাতিল ১৪ মে রাত ৮টা ৫১ মিনিটে ওই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেন। টুইট বার্তায় লেখেন, মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিনায়ক আম্বেকর এনসিপি গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছেন। বিজেপির পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এই এনসিপি গুন্ডাদের অবিলম্বে মোকাবেলা করতে হবে।

ভিডিওতে দেখা গেছে, কিছু লোকের সঙ্গে আম্বেকরের ঝগড়া হচ্ছে। ওই সময় তিনি একটি ডেস্কে বসে আছেন। ঝগড়ার মাঝেই এক ব্যক্তি তাকে চড় মারেন। মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার এনসিপি।

এর আগে গতকাল শনিবার শরদ পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল এবং শিক্ষার্থী নিখিল ভামরেকে গ্রেফতার করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

/এমএন

Exit mobile version