Site icon Jamuna Television

হাসপাতালে সাবেক রেলমন্ত্রী

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। (ফাইল ছবি)

ঠান্ডাজনিত জ্বর ও সর্দি নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন।

রোববার (১৫ মে) স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে শারীরিক অসুস্থতা নিয়ে সাবেক রেলমন্ত্রী সেখানে ভর্তি হন। জ্বর, সর্দির পাশাপাশি ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। তবে বর্তমানে ভালো আছেন তিনি ।

উল্লেখ্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

/এসএইচ

Exit mobile version