Site icon Jamuna Television

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালো ৬ জন। নিহতদের তিনজন সেনা সদস্য, বাকিরা শিশু। খবর আল জাজিরার।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার (১৫ মে) ওয়াজিরিস্তানের একটি গ্রামে টহল দিচ্ছিলেন সেনারা। পথেই তাদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। গাড়ির কাছেই খেলছিল শিশুরা। তারা গুরুতর আহত হলে, হেলিকপ্টারযোগে নেয়া হয় হাসপাতালে। সেখানে মৃত ঘোষণা করা হয় তিন শিশুকে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পেশোয়ারের এক বাজারে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন দুই শিখ ব্যবসায়ী। হামলাকারী এখনও পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মবিদ্বেষের কারণেই শিখ সম্প্রদায়ের দুই ভাইকে টার্গেট করা হয়েছিল।

/এসএইচ

Exit mobile version