Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১

অরেঞ্জ কাউন্টির জেনেভা প্রেসবাইটারিয়ান চার্চের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি গির্জায় চালানো এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন একজন। ওই হামলায় আরও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, রোববার (১৫ মে) স্থানীয় সময় দুপুর দেড়টায় ‘জেনেভা প্রেসবাইটারিয়ান চার্চে’ গোলাগুলি হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান এক প্রার্থনাকারী। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও চারজনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

ইতোমধ্যে গির্জা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, মিলেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও। অন্তত ৩০ প্রত্যক্ষদর্শী দিয়েছেন জবানবন্দি।

প্রাথমিক তদন্ত অনুসারে, এটি ‘হেইট ক্রাইম’ বা ধর্মবিদ্বেষ থেকে চালানো হামলা হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে পুলিশ। তবে, গির্জার সাথে সংশ্লিষ্ট কেউ এর সাথে জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বাফেলোর সুপারমলে এলোপাতাড়ি হামলায় ১০ জনকে নিহতের একদিন পরই আক্রান্ত হলো গির্জা।

/এসএইচ

Exit mobile version