
প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আপাতত বিশ্রামে আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। (সংগৃহীত ছবি)
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী তানজিন তিশা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজের বাসাতেই বিশ্রামে আছেন বলে জানা গেছে।
রোববার (১৫ মে) সন্ধ্যায় বিরুলিয়ার এক রিসোর্টে একটি বিজ্ঞাপনের ফাইটিংয়ের দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন তিশা।
জানতে চাইলে গণমাধ্যমকে তানজিন তিশা বলেন, বিকেল থেকেই শুটিং করছিলাম। সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গেছে।
প্রসঙ্গত, আগা নাহিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।
/এসএইচ



Leave a reply