Site icon Jamuna Television

আজও বজ্রপাতে ৩ জেলায় ৫ জনের মৃত্যু

আজও বজ্রপাতে ৩ জেলায় স্কুলছাত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয়ের সুজাতপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা যায় বজ্রপাতে। স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টির সময় বারান্দায় দাঁড়িয়ে ছিলো তারিন। এসময় বজ্রপাতে মৃত্যু হয় তার। বানিয়াচংয়ের দৌলতপুরে ধান কাটার সময় বজ্রপাতে মিজানুর রহমান নামে আরও এক কৃষক মারা যান।

এদিকে, নওগাঁর পত্নীতলার হরিপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফিরোজ হোসেন নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, হরিপুর গ্রামের ফিরোজ মাঠে বেশ কজন শ্রমিকের ধান কাটছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নওগাঁয় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেহেরপুরেও বজ্রপাতে মারা গেছে একজন।

Exit mobile version