Site icon Jamuna Television

সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য ঘোষণা

বগুড়া ব্যুরো

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবসে এই ঘোষণা দেয় শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সংগঠন টিম ফর অ্যানার্জি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।

দীর্ঘদিন ধরেই সবুজ এই ক্যাম্পাসকে পাখির অভায়রণ্য হিসেবে তৈরি করার কাজ করে আসছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ‘তীর’। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

পরে তারা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বরে পাখিশিকার বিরোধী প্রচারপত্র স্থাপন করেন। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনাসভা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন।

>তীর সভাপতি মিজানুর রহমান জানান, এর আগে তারা গত বছর বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বাজারের বেশ কিছু এলাকাকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন। পাখি শিকারে যাতে সবাই নিরুৎসাহিত হয়, সেই সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ বলে তিনি জানান।

Exit mobile version