Site icon Jamuna Television

রেলিগেশনের শঙ্কায় থাকা কাদিচের সাথে রিয়াল মাদ্রিদের ড্র

ছবি: সংগৃহীত

রেলিগেশনের শঙ্কা এড়ানোর ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে সমান তালে পাল্লা দিয়ে ১-১ গোলে ড্র করেছে কাদিচ। জিততে না পারলেও লা লিগা চ্যাম্পিয়নদের সাথে চোখে চোখ রেখে পুরো সময়জুড়ে লড়াই করে গেছে স্বাগতিকরা।

আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের অন্যদের সুযোগ করে দিতে এই ম্যাচে ছিলেন না করিম বেনজিমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচদের মতো তারকারা। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধের ৫ মিনিটে রদ্রিগোর অ্যাস্টিট থেকে দলকে লিড এনে দেন মারিয়ানো দিয়াস।

বল দখলে পিছিয়ে থাকলেও একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণের পরীক্ষা নিতে থাকে কাদিচ। ৩৬ মিনিটে সবরিনোর গোলে সমতায় ফেরে দলটি। আলভারো নেগ্রেদো পেনাল্টি মিস না করলে অসাধারণ এক জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো কাদিচ।

আরও পড়ুন: বায়ার্নে থাকবেন না লেভানদোভস্কি, যেতে পারেন বার্সায়

/এম ই

Exit mobile version