Site icon Jamuna Television

অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হলো কাগজের তৈরি বিমান ওড়ানোর প্রতিযোগিতা

হরহামেশাই কাগজ ভাজ করে আমরা উড়াই খেলনা বিমান। কিন্তু, তা নিয়েই অস্ট্রিয়ায় হয়ে গেলো পুরোদস্তুর প্রতিযোগিতা!

গোটা বিশ্ব থেকে এ আয়োজনে অংশ নেন ক্রীড়াপ্রেমীরা। এ বছর সর্বোচ্চ সময় বাতাসে কাগজের প্লেন ভাসানোর ইভেন্টে জয়ী হন পাকিস্তানি রানা মাহমুদ ওসমান। তার বিমান মোটামুটি ১৫ সেকেন্ডের মতো উড়েছিল উৎসবস্থলে।

অন্যদিকে, রানওয়ে ইভেন্টে ২০০ ফুটের মতো বিমান চালিয়ে, জয় পেয়েছেন সার্বিয়ার লেজার ক্রিস্টিক। এছাড়া, অ্যারোবেটিক্স ইভেন্টে ৪৬ পয়েন্ট পেয়ে জয়ী হয়েছেন দক্ষিণ কোরিয়ার শেং হুন লি। বিশ্বখ্যাত কোমলপানীয় প্রতিষ্ঠান- রেড বুলের আয়োজনে প্রথমবার ২০১৯ সালে হয় এ প্রতিযোগিতা।

/এসএইচ

Exit mobile version