Site icon Jamuna Television

ওয়াজ করে পাওয়া টাকার ট্যাক্স দেয়া হয় বলে দাবি ওলামা মাশায়েখদের

ওয়াজ মাহফিল করে প্রাপ্ত অর্থের বিপরীতে বক্তারা ট্যাক্স দেন বলে দাবি করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। তবে তাদের এই অর্থ প্রাপ্তির কোনো দলিল নেই। কোন ওয়াজকারী কত টাকা নেবেন নির্ধারিত নেই তাও। ওয়াজ আয়োজকরা খুশি হয়ে যা দেন তাই নেন তারা।

সোমবার (১৬ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা দাবি করেন, ওয়াজ করার বিনিময়ে অর্থ নেয়া ইসলামে অনুমোদন আছে। লিখিত বক্তব্যে আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। তবে কারো বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হলে সে বিষয়ে তাদের কিছু বলার নেই বলেও জানান তারা।

এসময় গণকমিশনের করা শ্বেতপত্র প্রত্যাখান করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, পাশাপাশি তদন্ত রিপোর্ট সবার কাছে প্রকাশ করার দাবি জানায় তারা। বক্তারা বলেন, যারা শ্বেতপত্র নাটক করছে, তারা আদতে মুসলিম বাঙালি সংস্কৃতির বিরুদ্ধ শক্তি। এরা বাঙালি মুসলমানের স্বতঃস্ফূর্ত সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বাইরে থেকে আমদানিকৃত সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তারা।

/এডব্লিউ

Exit mobile version