Site icon Jamuna Television

১ সপ্তাহ ধরে গ্যাস নেই কামরাঙ্গীরচরে

গ্যাস না থাকায় ভোগান্তিতে লাখো মানুষ।

এক সপ্তাহ ধরে গ্যাস ছাড়াই দিন পার করছে কামরাঙ্গীরচরের অধিবাসীরা। গত ১০ মে থেকে রাজধানীর এই এলাকায় গ্যাস নেই। বকেয়া বিল শোধ না করায় ও অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে এই লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস সংযোগ না থাকায় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে অভিযোগ করছেন, নিয়মিত বিল পরিশোধ করে আসলেও তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। তবে তিতাসের দাবি, বৈধ গ্রাহক ১২ হাজার হলেও সংযোগ ব্যবহার করছেন এক লাখেরও বেশি মানুষ। তাছাড়া, বৈধ গ্রাহকদের কাছেও বড় অংকের বিল বকেয়া রয়েছে বলে দাবি করেছে তিতাস।

কামরাঙ্গীরচরের বাসিন্দারা বলছেন, গ্যাস না থাকায় তারা লাকড়ি ও সিলিন্ডার গ্যাসের চুলা কিনে রান্না করছেন। এদিকে, সংকটের সুযোগে দোকানদাররা এলাকায় খাবারের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

আরও পড়ুন: রোগী জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ

/এম ই

Exit mobile version