Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় বিলবোর্ডে বাসের ধাক্কায় নিহত ১৪

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি পর্যটনবাহী বাস বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে ১৪ যাত্রী নিহত হয়েছেন। সোমবার জাভা দ্বীপের হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

পুলিশের ধারণা, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিশাল এক বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি জাভার মধ্যাঞ্চল থেকে পর্যটকদের নিয়ে পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ায় যাচ্ছিল।

পূর্ব জাভার পুলিশপ্রধান লতিফ ওসমান জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রতি বছর বহু মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই নিয়মিত ঘটনা।
আরও পড়ুন: ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অর্ন্তভূক্তিতে ভেটো দেবে না তুরস্ক, আশাবাদ যুক্তরাষ্ট্রের
ইউএইচ/

Exit mobile version