Site icon Jamuna Television

ছবিতে লুকিয়ে আছে চিতা, খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

বন্যপ্রাণীদের নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু তার বাইরেও এমন কিছু ছবি থাকে, যা সবাইকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। তার কারণ সেই ছবিতে কোনো একটি প্রাণী লুকিয়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া কষ্টকর!

সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সৌরভ দেসাইয়ের একটি ছবি ধাঁধার মতো মনে হচ্ছে! সৌরভ পর পর কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। স্নো লেপার্ডের (তুষার চিতা) ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই তার ক্যামেরায় ধরা পড়ে এই ছবিগুলো।

বাকি সব ছবিতে স্নো লেপার্ড স্পষ্টভাবে দেখা গেলেও, একটি ছবিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই ছবিটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন তো, আপনি ওই ছবিতে লুকিয়ে থাকা স্নো লেপার্ডটিকে খুঁজে পান কিনা।

যে প্রাণী যে পরিবেশে বাস করে, সেখানকার ভূমিরূপ, তার রঙের সঙ্গে প্রাণীর চেহারার সামঞ্জস্য তৈরি হয়। যুগের পর যুগ বিবর্তনের কারণে প্রাণীরা এমন চেহারা পায়। সেই কারণেই তাদের অনেক সময়েই খুঁজে পাওয়া যায় না। সৌরভের তোলা ছবিটির ক্ষেত্রেও তাই হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমসের।
ইউএইচ/

Exit mobile version