Site icon Jamuna Television

বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি: মায়া

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাবি করেছেন, বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেয়া হবে না।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ আয়োজিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, মানুষের জীবন নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আওয়ামী লীগের এই নেতার অভিযোগ, বিএনপি মিডিয়ানির্ভর, মিথ্যাবাদীর দল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, এ আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপির সব ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে।

/এমএন

Exit mobile version