Site icon Jamuna Television

অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত সিদ্ধার্থ

ছবি: সংগৃহীত।

অ্যামাজন প্রাইমে মুক্তির জন্য পরিচালক রোহিত শেট্টির ওয়েবসিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এ এবার পুলিশের চরিত্রে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এই ছবিতে এবার অ্যাকশন হিরোর চরিত্রে থাকছেন এই অভিনেতা। তবে অ্যাকশনের শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। গোয়াতে শ্যুটিং চলছিল, সেখানেই আহত হয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

পরিচালক রোহিতের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘অ্যাকশন হিরো সত্যিকারের ঘাম, সত্যিকারের রক্তের সমান’। অভিনেতার আঘাত খুব সামান্য, তাই চিন্তার কোনো কারণ নেই অনুরাগীদের।

এই প্রথম রোহিত শেট্টির সাথে কাজ করছেন সিদ্ধার্থ। এর আগে সিংহম, সিম্বা, সূর্যবংশীর মতো জাঁদরেল পুলিশ চরিত্রের স্রষ্টা এই পরিচালক। তাই তার হাত ধরে উঠে আসছে আরও এক পুলিশ চরিত্রের।

এসজেড/

Exit mobile version