Site icon Jamuna Television

প্রশ্নপত্র ফাঁসের দায়ে যুবককে পাঁচ বছরের কারাদণ্ড

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে রাজশাহীতে আলমাস নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

মামলায় বলা হয়েছে, ২০১৪ সালের ৫ মে চারঘাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাণিজ্য বিভাগের ২য় পত্রের প্রশ্ন হাতে লেখে বিক্রি করছিলো আলমাস। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। উদ্ধার করা হয় ৪টি প্রশ্নপত্র। পরে পুলিশ বাদি হয়ে মামলা করে। শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

Exit mobile version