Site icon Jamuna Television

মেসির হ্যাটট্রিকে উড়ে গেলো এইবার

স্প্যানিশ লিগে এইবারকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এরমধ্যে ৪টি গোলই দিয়েছেন লিওনেল মেসি। দিনের আরেক ম্যাচে সিমোন জাজার হ্যাটট্রিকে মালাগার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ভ্যালেন্সিয়া।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচে ২০ মিনিটে মেসির পেনাল্টি থেকে প্রথম লিড পায় বার্সেলোনা। এরপর কাতালানদের ব্যবধান দ্বিগুন করেন দলের নতুন ব্রাজিলিয়ান রিক্রুট পাওলিনহো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ড্যানি সোয়ারেজ স্বাগতিকদের লিডটা ৩-০ করার চার মিনিট পর এইবারের হয়ে একটি গোল শোধ দেন সার্গি এনরিচ। এরপর শুরু মেসি ম্যাজিক ৫৯ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন এলএমটেন। আর ৮৭ মিনিটে মেসি নিজের চতুর্থ গোল করলে ৬-১ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Exit mobile version