Site icon Jamuna Television

আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলার মিশনে বড় ধাক্কা খেলো আর্সেনাল

ছবি: সংগৃহীত

vআগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার মিশনে বড় ধাক্কা খেলো আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে টেবিলের চারে ওঠার সুযোগ হারালো গানাররা।

ঘরের মাঠে শুরু থেকে আর্সেনালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নিউক্যাসল। কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫৫ মিনিট পর্যন্ত। জোলিন্টনের ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট। লিড দ্বিগুণ করতে মরিয়া নিউক্যাসল দ্বিতীয় সাফল্য পায় ৮৫ মিনিটে। এবার স্বাগতিক স্ট্রাইকার উইলসনের আক্রমণ আর্সেনাল কিপার রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দলের ২-০ গোলে জয় নিশ্চিত করেন মিডফিল্ডার ব্রুনো।

এদিকে, হারলেও লিগের শেষ রাউন্ডে টপ ফোরে জায়গা পাওয়ার সুযোগ আছে আর্সেনালের। অবশ্যই এভারটনের বিপক্ষে জিততে হবে গানারদের আর নরউচের কাছে হারতে হবে টটেনহ্যামকে।

ইউএইচ/

Exit mobile version