Site icon Jamuna Television

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিলো ম্যাকডোনাল্ডস

ছবি: সংগৃহীত

রেস্তোরাঁ বন্ধের পর এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিলো আন্তর্জাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস। গেল ৩০ বছর ধরে রাশিয়াতে ব্যবসা করে আসছিল প্রতিষ্ঠানটি। খবর এনবিসির।

কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনে পুতিন বাহিনীর আগ্রাসনে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এর জেরে এবং রাশিয়ায় ব্যবসা পরিচালনায় অপ্রত্যাশিত পরিবেশের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মার্চে বন্ধ করে দেয়া হয় রাশিয়ায় থাকা তাদের জনপ্রিয় সব রেস্তোরাঁ। এখন প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা রাশিয়ায় বিক্রি করে দিতে চায়। এর জন্য দাম হাঁকানো হচ্ছে ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলার।
আরও পড়ুন: শিয়ালকোট বিমানবন্দর থেকে ইমরান খানের দুটি মুঠোফোন চুরি
ইউএইচ/

Exit mobile version