Site icon Jamuna Television

পিকে হালদারকে কলকাতার আদালতে তোলা হবে আজ

ছবি: সংগৃহীত

তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে কলকাতার আদালতে তোলা হবে পিকে হালদারকে। সোমবার শেষ হয় ৩ দিন রিমান্ড।

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে পিকে হালদারসহ আটককৃত তার অন্য ৫ সহযোগীর বিরুদ্ধে অর্থপাচারের মামলা দায়ের করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি।

কলকাতা হাইকোর্টের আইনজীবীরা শুভময় সমাদ্দার বলেন, উনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন। এই মামলায় বেআইনি অর্থের উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে না পারায় তার সর্বোচ্চ ৭ বছরের এবং সর্বনিম্ন ৩ বছরের জেল হতে পারে। এছাড়াও পিকে হালদারকে বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে গেলেও ভারতে তার বিচার কাজ চলমান থাকতে পারে। এ নিয়ে আইনে কোনো বাধা নেই।

এদিকে এই অর্থচাপারকারীকে আশ্রয় দেয়ার জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে মোদির দল বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ক্ষমতাসীন নেতাদের সহযোগিতায় এখানে সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন পিকে। জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version