Site icon Jamuna Television

তৃতীয় দিনের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত, টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৮৯ রান।

৩২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

এর আগে ২য় দিন ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। নাঈম ৬টি ও সাকিব নেন ৩ উইকেট।

/এডব্লিউ

Exit mobile version