Site icon Jamuna Television

চাঁদপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে দু'ভাইয়ের নিথর দেহকে।

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের হাজীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ বাজারের হাকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, বড়ভাই গোলাম রাব্বানী ও ছোট ভাই মোহন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের পাশে বারেক হাজীর ভবনে নির্মাণ কাজ চলছিল। আগের মতো মঙ্গলবার সকালেও শ্রমিকরা কাজ করতে যায়। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে প্রবেশ করেন দুই ভাই রাব্বানী ও মোহন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় উপরে থাকা শ্রমিকরা ডাকডাকি করে। এক পর্যায়ে অন্য শ্রমিকরা থানা পুলিশ ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে দু’ভাইকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সদস্যরা এলে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।

এসজেড/

Exit mobile version