Site icon Jamuna Television

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের টেরিবাজার এলাকা থেকে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাতে আল বয়ান নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কোতোয়ালি থানা জামায়াতের আমীরসহ ৯ থেকে ১০ জনের জামায়াতে পদ-পদবী রয়েছে। বাকিদের মধ্যে কয়েকজন রয়েছেন সংগঠনটির অর্থের যোগানদাতা।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীরা আবার সংগঠিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ। তবে আটক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হবে।

এসজেড/

Exit mobile version