Site icon Jamuna Television

ক্ষমতা কমেছে পরিকল্পনামন্ত্রীর; বললেন ‘আমার ডানা কাটা হলো’

প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমিয়ে পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদন দেয়া হয়েছে। তাতে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমেছে।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

এনইসি সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, কারিগরি প্রকল্পে ১ হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী। কিন্তু এখন থেকে কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না পরিকল্পনামন্ত্রী। এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে বলেও উল্লেখ করেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

পরিকল্পনা সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

/এমএন

Exit mobile version