Site icon Jamuna Television

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ফাইল ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর হোসেন সাইফুল ও আরিফুজ্জামান সজীব। এরা দু’জনেই বর্তমানে পলাতক আছেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত ও আজিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

জানা গেছে, ২০১১ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলমকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় শ্বাসরোধ করে হত্যার পর আসামিরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।পরবর্তীতে ৬ জনকে গ্রেফতার করা হয়। ২০১২ সালে আসামিদের নামে অভিযোগপত্র দেয় পুলিশ।

এসজেড/

Exit mobile version