Site icon Jamuna Television

অর্থ পাচার আইন অনুযায়ী পি কে হালদারকে দ্রুত ফিরিয়ে আনা সহজ হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক।

বিদ্যমান অর্থ পাচার আইন অনুযায়ী পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, ভারতে অপরাধ থাকলেও তার (পি কে হালদার) মূল অপরাধ বাংলাদেশে। ভারতে করা অপরাধের বিচারের আগেই পি কে হালদারকে দেশে ফেরানোর আবেদন করবে বাংলাদেশ।

এদিকে, পি কে হালদারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফেরত চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বলেন, ভারত সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে যান ভারতীয় হাইকমিশনার। এরপর সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব। অন্যদিকে, সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশের তথ্যের ভিত্তিতেই পি কে হালদারকে ভারত সরকার গ্রেফতার করেছে। পি কে হালদারকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। আর বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি তো রয়েছেই।

আগামী ৩০ মে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

/এমএন

Exit mobile version