Site icon Jamuna Television

পরিসংখ্যানই বলবে তামিম কী, ‘চাচা কোটা’ প্রসঙ্গে আকরাম

ছবি: সংগৃহীত

চাচা কোটায় নাকি খেলেন তামিম ইকবাল! বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের পদে থাকার সময় এমন কথা অনেকবার শুনতে হয়েছিল চাচা আকরাম খানকে। নতুন দায়িত্বে থাকা আকরাম তাই বলেছেন, পরিসংখ্যানই বলে দেয় তামিম কী।

এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলে যাচ্ছেন তামিম ইকবাল। যার দখলে দেশের ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ড, তাকে ঘিরেও নানা সময়ে হয়েছে সমালোচনা। তামিমের অফ ফর্মে টেনে আনা হয়েছে চাচা আকরাম খানকেও। সেই আকরাম এখন ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে নেই। তবে থেমে নেই তামিমের ব্যাট। সেঞ্চুরিতে শুধু লঙ্কান বোলাদের নয়, ব্যাট যেন তরবারি হয়ে কাটছে সেই সমালোচনাকেও।

এমন সময়ে তাই তো বেশ খুশি আকরাম খান। তিনি বলেন, যারা এসব কথা বলে তারা হয়তো খেলাটাই বোঝে না। কিংবা, হিংসা থেকেও এমন মন্তব্য আসতে পারে। তামিমের পরিসংখ্যানই বলবে সে কোন মাপের খেলোয়াড়। আর ওইসব কথা খুবই নিচু মানের। আমি সেসব নিয়ে কোনো কথাই বলতে চাই না।

/এম ই

Exit mobile version