Site icon Jamuna Television

সিলেট নগরীর সড়কে চলছে নৌকা

সিলেট নগরীর সড়কগুলোতে চলছে নৌকা। তাতে চড়ে গন্তব্য যাচ্ছে মানুষ। তলিয়ে গেছে সিলেটের উপশহর, তালতলা, মাছিমপুর, দক্ষিণ সুরমাসহ মহানগরের বেশ কয়েকটি এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। সব মিলিয়ে গেল ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির খানিকটা অবনতিই হয়েছে।

সিলেট নগরীর খাল বেয়ে উল্টোপথে বাসা বাড়িতে ঢুকে পড়ছে পানি। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩টি ওয়ার্ডে ৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মাঝে কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রেও উঠেছে ঢলের পানি। সেখানে জায়গা না পাওয়ার অভিযোগ আশ্রয় নিতে আসাদের।

সারি ও গোয়াইন নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারার পানি। ভোগান্তিতে পড়েছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাটের বাসিন্দারা। ভেঙে পড়ছে কাঁচা ঘরবাড়ি, শেষ সম্বল গুটিয়ে নৌকায় থাকতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

ভুক্তভোগীরা বলছেন, পানি অতিরিক্ত হওয়ার কারণে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। বন্যার কারণে ভাড়াও বেড়ে গেছে অনেক। এছাড়া আয়ের পথ বন্ধ হওয়ায় খাবারের সমস্যার কথাও বলছেন তারা।

জেডআই/

Exit mobile version