Site icon Jamuna Television

অর্গানোগ্রাম পরিবর্তনের নামে কর্মী ছাঁটাই বন্ধের দাবি ঢাকা ওয়াসার কর্মীদের

বিদ্যমান পেনশন প্রথা বাতিল না করার পাশাপাশি অর্গানোগ্রাম পরিবর্তনের নামে কর্মী ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কর্তৃপক্ষ আমাদের বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন করে এমন কিছু করতে চাইছে, যেখানে পেনশন থাকবে না, যেখানে চাকরির নিরাপত্তা থাকবে না, এটা আমরা হতে দেব না। সমবায় সমিতির ১৭৬ কোটি টাকা লোপাট করা হয়েছে। সমিতির টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিচার চাই, আমাদের টাকা ফেরত চাই।

অভিযোগ করা হয়, অর্থ লুটকারীদের বহাল রেখে, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে চাকরিচ্যুত করা হয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, আন্দোলনকারীদের অভিযোগ সঠিক নয়। আন্দোলনকারীরা এ সময় মোট ৭ দফা দাবি পেশ করেন।

বিক্ষোভ সমাবেশে ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মোজ্জামেল হক, সদস্য সচিব আজিজুল ইসলামসহ ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version