Site icon Jamuna Television

সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের দখল বাড়ানোর পরামর্শ শিক্ষা উপমন্ত্রীর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। (ফাইল ছবি)

পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের দখল বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৭ মে) রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে তিন দিন ব্যাপি ন্যাচার এনলাইট আয়োজনের শেষ দিনে এ কথা বলেন তিনি।

মহিবুল হাসান বলেন, গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচিত হতে হবে। জানতে হবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উপায় সম্পর্কে। প্রকৃতির সাথে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক দরকার বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় নেচার এনলাইটে। প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের নানান পরিকল্পনা নিয়ে চলে প্রদর্শনী। নেচার এনলাইটের এবারের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছয়টি একক ও পাঁচটি দলগত ইভেন্ট।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রকৃতি সংরক্ষণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

/এসএইচ

Exit mobile version