Site icon Jamuna Television

সংসদে পাশ হয়নি লঙ্কান প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব

গোটাবায়া রাজাপাকসে। ছবি: রয়টার্স।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত নিন্দা প্রস্তাব পাশ হয়নি। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ১১৯টি এবং পক্ষে ৬৮টি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৭ মে) লঙ্কান পার্লামেন্টে প্রতীকী এই প্রস্তাব উত্থাপন করা হয়। এই নিন্দা প্রস্তাবে অর্থনৈতিক সংকটের জন্য গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করা হয়। প্রস্তাবটি যদি পাস হতো তাহলে প্রেসিডেন্টের পদত্যাগের চাপ আরও জোরালো হতো।

প্রধান বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স সংসদে প্রস্তাবটি উত্থাপন করে। তাদের দাবি, প্রস্তাবটিতে সরকারবিরোধী লাখো বিক্ষোভকারীর কথা উচ্চারিত হয়েছে।

/এমএন

Exit mobile version