Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন পিতা-পুত্রসহ ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি:

গত ১২ই মে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে ৬ জনের দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক। মারা যাওয়া রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ নুর আলম (৫৯) নূর আলমের ছেলে আনোয়ার মোস্তফা (১২) ও আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা (৭)। 

জানা গেছে, গত ১২ মে সকাল ৯ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ চুলা থেকে আলগা হয়ে গিয়ে বসত ঘরে আগুন ধরে যায়। এতে নূর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘরের দুই প্রতিবেশীসহ ছয় জন অগ্নিদগ্ধ হন।

তাদেরকে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করলো পিতা-পুত্রসহ তিনজন। 

/এসএইচ

Exit mobile version