Site icon Jamuna Television

মোটরসাইকেলেই আস্ত বাগান নিয়ে ঘোরেন হাবিবুর

মানিকগঞ্জ প্রতিনিধি:

ব্যতিক্রমী উদ্যোগে গাছের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন হাবিবুর রহমান নামের এক যুবক। নিজের মোটরসাইকেলটিকে তিনি সাজিয়েছেন নানা প্রজাতির গাছ দিয়ে। দুই চাকার বাহনটি যেন হয়ে উঠেছে ভ্রাম্যমাণ বাগান। হাজারো গাড়ির ভিড়ে আলাদা করে নজর কাড়ে হাবিবুরের মোটরসাইকেলটি।

হাবিবুর তার মোটরসাইকেলটির চাকা, সিট কভার, তেলের ট্যাঙ্কসহ সবখানেই বিশেষ কায়দায় রেখেছেন সবুজের ছোঁয়া। কৃত্রিম ঘাসের পাশাপাশি রয়েছে জীবন্ত গাছও। তিনি বলেন, সবার স্বপ্ন থাকে বাড়িতে বাগান করার। কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে বাগান করেছি, যাতে মানুষ প্রকৃতির প্রতি আরও আকৃষ্ট হয়।

মোটরসাইকেলের এই সাজসজ্জা অবাক করে যে কাউকে। গাছের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ আর এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ হাবিবুরের। পেশায় রংমিস্ত্রী হাবিবুরের বাড়ি রংপুর জেলায়। পেশাগত কাজে মানিকগঞ্জে আসলে কথা হয় তার সাথে। চলার পথে যেখানেই তার বাইকটি থামে, সেখানেই ভিড় করে কৌতুহলী মানুষ। বৃক্ষপ্রেমী হাবিবুরের একটাই চাওয়া, সবাই গাছকে ভালোবাসুক, সবুজে বাঁচুক।

Exit mobile version