Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ঠিকাদারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদ এবং তার অন্যতম সহযোগীকে রাজধানীর পল্টন থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৮ মে) সকালে কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ মে) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাব-৩ এর অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদসহ দুই প্রতারককে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন দলিল ও ডিজিটাল ফুটপ্রিন্ট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণা সম্পর্কে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে ৫-৭ জন সদস্য রয়েছে। গ্রেফতারকৃত মুনসুর এই চক্রের মূলহোতা। চক্রটি বিগত প্রায় ৩/৪ বছর যাবত বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারিত করে আসছে।

/এসএইচ

Exit mobile version