Site icon Jamuna Television

প্রথম ঘণ্টা শেষেও অবিচ্ছিন্ন লিটন-মুশফিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘণ্টা শেষেও কোনো বিপদ ঘটতে দেননি আগের দিনের অপরাজিত দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। বড় লিডের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে শেষ খবর পর্যন্ত টাইগারদের স্কোর ৩ উইকেটে ৩৫২ রান। হাতে ৭ উইকেট নিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে ৪৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

আগের দিনের ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার। নামের পাশে তৃতীয় দিনের ৫৩ রান ছিল মুশফিকুর রহিমের আর লিটন দাসের রান ছিল ৫৪। আগেরদিনের নিয়ন্ত্রিত আগ্রাসী ব্যাটিং আজও করে যাচ্ছেন লিটন দাস। প্রতিবেদনটি লেখা পর্যন্ত লিটনের রান ছিল ৭৫। অন্যদিকে, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সংগ্রহ ৬৫।

এই দুজনের পাশাপাশি আগেন দিন ফিফটি করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর ক্যারিয়ারের ১০ম শতক হাঁকিয়ে ১৩৩ রান করে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তামিম ইকবাল। এর আগে, প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা।

/এম ই

Exit mobile version