Site icon Jamuna Television

আরও ২টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবহরে

মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস 'সুরাত' ও ফ্রিগেট আইএনএস 'উদেয়গিরি' নামের আরও দুটি জাহাজ নিজেদের নৌ-বহরে যুক্ত করলো ভারত।

মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ‘সুরাত’ ও ফ্রিগেট আইএনএস ‘উদেয়গিরি’ নামের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও দু’টি যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবহরে।

মঙ্গলবার (১৭ মে) মুম্বাইয়ের ডক ইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় জাহাজ দু’টি।

জাহাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ‘সুরত’ ও ফ্রিগেট আইএনএস ‘উদয়গিরি’ ভারতের সামরিক স্বনির্ভরতার প্রতীক বলে উল্লেখ করেন রাজনাথ।

তিনি বলেন, ভারতের কৌশলগত শক্তি ও দক্ষতা তুলে ধরেছে জাহাজগুলো। সারা বিশ্বের জন্য যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত, এমন মন্তব্যও করেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ বছরে ভারতের নৌবাহিনীর বাজেটের দুই-তৃতীয়াংশের বেশি ব্যয় করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জামের জন্য। ভারতের নৌবাহিনীর নির্মাণাধীন ৩৯টি জাহাজ ও সাবমেরিনের মধ্যে ৩৭টি ভারতীয় শিপইয়ার্ডে তৈরি হচ্ছে।

/এসএইচ

Exit mobile version