Site icon Jamuna Television

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে আটক দুই ফরাসি নাগরিকের পরিচয় প্রকাশ

ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির দায়ে আটক দুই ফরাসি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (১৭ মে) দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেখানো হয় তাদের ভিডিও ফুটেজ। খবর বিবিসির।

আটককৃতরা হলেন ৩৭ বছর বয়সী সেসিল কোহলার ও ৬৯ বছর বয়সী জ্যাকুইস প্যারিস। গত মাসের শেষে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে তেহরান বিমানবন্দরে পৌঁছান তারা। ৭ মে বিমানবন্দরে যাবার পথে আটক করা হয় তাদের। গত ১১ মে নিরাপত্তাজনিত কারণে দুই ইউরোপীয় আটকের কথা জানিয়েছিল ইরানের গোয়েন্দা বিভাগ। তবে জাতীয়তা বা কোনো পরিচয় প্রকাশ করেনি তখন।

তেহরান দাবি করেছে, শ্রমিক সংগঠনগুলোকে বিক্ষোভে উসকানির মাধ্যমে ইরানে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা ছিল এই দুই ফরাসি নাগরিকের। এ ঘটনায় নিন্দা জানিয়ে নাগরিকদের মুক্তির দাবি জানিয়েছে ফ্রান্স। সেই সাথে, ইরানের দাবিকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছে প্যারিস। তারা বলেছে, তেহরানে ফরাসি রাষ্ট্রদূত তার নাগরিকদের মুক্তি না দেয়া পর্যন্ত সম্পূর্ণ সক্রিয় থাকবে।

আরও পড়ুন: ইউরোপ ‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে বাধ্য হবে: পুতিন

/এম ই

Exit mobile version