Site icon Jamuna Television

‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে তরুণ প্রজন্ম রাজনীতিতে ভালো-মন্দের পার্থক্য বুঝবে’

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারলেই তরুণ প্রজন্ম রাজনীতিতে ভালো ও খারাপের মাঝে পার্থক্য গড়তে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (১৮ মে) দুপুরে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নানক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই প্রতিশোধ হিসেবে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। নিয়মিত সঠিক ইতিহাসের চর্চা হলে দেশের তরুণ প্রজন্ম বিপথগামী হতো না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ’৭৫ এর ক্ষত বাংলাদেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়েই তরুণ প্রজন্ম স্বাধীনতা বিরোধীদের জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version