Site icon Jamuna Television

সিলেটে ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ফাইল ছবি।

সিলেট ব্যুরো:

সিলেটের বন্যাদুর্গত এলাকায় ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। বুধবার (১৮ মে) সিলেট নগরের চালিবন্দরের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে দুর্গত এলাকায় আরও সহায়তা পৌঁছে দেয়া হবে। যেকোনো দুর্যোগে সরকার জনসাধারণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, বন্যার প্রকোপ রোধে বর্ষা মৌসুমের আগেই সুরমা কুশিয়ারা নদী খনন করা দরকার।

এদিকে, পাহাড়ি ঢলের কারণে সিলেটে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ’ মানুষ। চাল-ডালসহ খাদ্য পণ্য ভাসিয়ে নেয়ার আগে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন অনেকেই। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদেরও আছে নানা অভিযোগ। তলিয়ে গেছে সিলেটের উপশহর তালতলা, মাছিমপুর, দক্ষিণ সুরমাসহ মহানগরের বেশ কয়েকটি এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করেই যাতায়াত করছে নগরবাসী।

এসজেড/

Exit mobile version