Site icon Jamuna Television

২৭ মাস পর মুশফিকের সেঞ্চুরি

২৭ মাস পর হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট। আর তাতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ম টেস্টের ১ম ইনিংসে হাঁকিয়েছেন শতক। মিস্টার ডিপেন্ডেবল ২৭০ বল খেলেছেন শত রানের মাইলফলকে পৌঁছাতে। টেস্ট ক্রিকেটে এটি মুশফিকের ৮ম এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২য় সেঞ্চুরি।

ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে শতক হাঁকান এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ রান করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন। তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, নেই কোনো ছয়।

সাবেক এ অধিনায়ক শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ।

/এমএন

Exit mobile version