Site icon Jamuna Television

মেসির মেজর লিগে খেলার সম্ভাবনাকে উড়িয়ে দিলো ইন্টার মিয়ামি

ছবি: সংগৃহীত

ইউরোপ নয়, বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন। এমন গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেই লিগের ক্লাব ইন্টার মিয়ামি।

গুঞ্জন উঠেছিল, মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন মেসি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করে, ২০২৩ সালেই মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সেই সাথে ক্লাবটির ৩৫ শতাংশ শেয়ার কেনার ব্যাপারেও কাজ করছেন মেসি। আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক সতীর্থ গঞ্জালো হিগুয়েইনও জানিয়েছিলেন, দুই হাত বাড়িয়ে মেসিকে স্বাগত জানাবে তার ক্লাব ইন্টার মিয়ামি।

কিন্তু ইন্টার মিয়ামি অফিশিয়ালরা এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সেই সাথে মেসির এজেন্টও এমন দাবিকে নেহাতই গুজব বলে অবিহিত করেন। তিনি বলেন, ভবিষ্যতের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি মেসি।

ইন্টার মিয়ামির অন্যতম মালিক সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম কয়েকদিন আগে কাতারের দোহায় পিএসজি খেলোয়াড়দের সাথে দেখা করেন। বেকহামের ইনস্টাগ্রামের দেখা যায় মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসদের সাথে সময় কাটিয়েছেন তিনি। এরপরই গুঞ্জন ওঠে, পিএসজি অধ্যায় শেষ করে বেকহামের ক্লাবে খেলে ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। এরপর ইন্টার মিয়ামি থেকে বলা হয়, মেসি অবশ্যই এখানে আসতে পারে। তবে এখনই তেমন কোনো পদক্ষেপ নেয়নি দুই পক্ষ।

আরও পড়ুন: আরেকটি ‘আগুয়েরোওওওও’ মুহূর্ত, নাকি জেরার্ডের দায় শোধ?

/এম ই

Exit mobile version