Site icon Jamuna Television

শেষ বিকেলে ২ উইকেট হারালো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৯ রান তুলে চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে লঙ্কানরা এখনও পিছিয়ে আছে ২৯ রানে।

টাইগারদের চেয়ে ৬৮ রানে পিছিয়ে থেকে শেষ বিকেলে ব্যাট করতে নামে লঙ্কানরা। উইকেটে টার্ন পাওয়া যাচ্ছিল বলে অল স্পিন অ্যাটাকে নামে বাংলাদেশ। মাঝে কেবল ১ ওভার বল করেছেন পেসার খালেদ আহমেদ। সাকিব, নাঈম ঈ তাইজুলের স্পিন তোপে তাই ১৭ ওভারেই ২ উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত ১৯ রান করে তাইজুলের দুর্দান্ত রান আউটে সাজঘরে ফেরেন ওপেনার ওসাদা ফার্নান্দো। এরপর নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা লাসিথ এমবুলদেনিয়াকে সরাসরি বোল্ড করেন তাইজুল ইসলাম। এর সাথে সাথেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়ারদ্বয়। অধিনায়ক দিমুথ করুনারত্নে অপরাজিত আছেন ১৮ রান নিয়ে।

এর আগে, তৃতীয় দিনের ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দু’জনের ১৬৫ রানের জুটি থামে লিটন দাস ৮৮ রান করে মনসংযোগ হারালে। আগের দিন ১৩৩ রান করে চোট পেয়ে মাঠ ছাড়া তামিম এরপর নেমেই ফেরেন প্রথম বলেই। আর ২৫ রানে কাটা পড়েন সাকিব। তবে ঠিকই ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি মুশফিক, ফেরেন ১০৫ রানে। পেসার কাসুন রাজিথা ৪ আর আসিথা ফার্নান্দো নেন ৩ উইকেট।

আরও পড়ুন: তামিম-মুশফিকের ফিরে আসার ইনিংসে টাইগারদের লিড

/এম ই

Exit mobile version