Site icon Jamuna Television

সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত বৈঠক করবে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুধু সংলাপই নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগামী জুলাই থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত বৈঠক করবে বাংলাদেশ; এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সৌজন্য সাক্ষাতে যান। এরপর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়ন বিষয়ক আর্থিক সহায়তা সংস্থার (ডিএফসি) অর্থায়ন ছাড়া বাংলাদেশের অসুবিধা হচ্ছে না।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরও জানান, আগামী জুনে ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ইকোনোমিক ডায়ালগে শ্রম অধিকারের বিষয়টি গুরুত্ব পাবে। অবস্থান তুলে ধরবে ঢাকা। শ্রম অধিকার ইস্যুতে মার্কিনিদের উদ্বেগ নিয়ে বাংলাদেশ কাজ করছে বলেও জানানো হয়।

/এমএন

Exit mobile version