Site icon Jamuna Television

অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা, বঙ্গোপসাগরে ডুবে গেছে গমবোঝাই জাহাজ

বঙ্গোপসাগরে ডুবে গেছে ১৬শ টন গমবোঝাই লাইটার জাহাজ ‘এমভি তামিম’। আজ বুধবার (১৮ মে) বিকেল ৩টায় রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায় জাহাজটি।

জানা যায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

আরও পড়ুন: ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলাকারী ব্যক্তির টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যা

জাহাজ কর্তৃপক্ষ জানায়, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

জেডআই/

Exit mobile version