Site icon Jamuna Television

বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের করোনার সার্টিফিকেট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের জন্য করোনার সার্টিফিকেট লাগবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৮ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি আয়োজিত ৪৯তম বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, অনেক সমালোচনা থাকলেও সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, দেশে প্রাইমারি হেলথ কেয়ারে অনেক উন্নতি করা হয়েছে। আধুনিক চিকিৎসা সেবা উপজেলাতেই পাচ্ছে সাধারণ মানুষ। ৫শ’ টি উপজেলায় ভিশন সেন্টার স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চক্ষু চিকিৎসক সমিতির এই সম্মেলন চলবে ১৯ মে পর্যন্ত।

/এমএন

Exit mobile version